পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ৬ এপ্রিল ২০২৪, শনিবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর মাননীয় চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম।
উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান রোটাঃ ডাঃ মোঃ মতিউর রহমান, সেক্রেটারী এএইচএম গোলাম রসুল খান, ট্রেজারার মো. জাহেদুর রহমান, সদস্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী, সোহরাব আলী খান, শাহজাদী বেগম, মোঃ আব্দুল কাদের, ফয়জুন নাহার, টিএমএসএস পরিচালনা পর্ষদের সভাপতি গুলনাহার পারভিন, চিফ ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান, পরামর্শক কৃষিবিদ আসাদুর রহমান, সম্মলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না।
আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. খাজা জাকারিয়া আহমদ চিশতী, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মোঃ আতর আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মহিউদ্দিন মোল্লাসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান,ছাত্রকল্যাণ উপদেষ্টা, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পবিত্র মাহে রমজানের তাৎপর্য বিষয়ে আলোচনা ও দোয়া পরিচালনা করেন পিইউবির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. এফ.এম.এএইচ তাকী।